লাইলাতুন নিসফি মিন সাবান...
অসংখ্য হাদিস থেকে এই রাতের গুরুত্ব সম্পর্কে জানা যায়। এই রাতে মহান আল্লাহতায়ালা মুশরিক ও হিংসুক ছাড়া সকল ক্ষমাপ্রার্থনাকারীকে ক্ষমা করে দিবেন। এই রাত ব্যক্তিগত ইবাদতের রাত, এই রাতে নির্দিষ্ট পরিমাণ (৮,১২, ১৬,২০) রাকাতের কোনো নামায নাই। যে যতটুকু পারেন নফল ইবাদত করবেন, সিজদায় গিয়ে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের রাতই হাদিসে বর্ণিত মধ্য সাবানের রাত।
তবে এই রাতকে শবেবরাত কিংবা ভাগ্য নির্ধারণ রজনী মনে করা সুস্পষ্ট বেদায়াত। কারণ মায়ের পেটে থাকতেই আদম সন্তানের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এই রাতে মসজিদে জড়ো হয়ে জামায়াতে নফল নামাজ আদায় কিংবা এই রাতকে উপলক্ষ বানিয়ে বিশেষ কোন খাবার খাওয়া এগুলো বেদায়াত। আল্লাহ আমাদের সবাইকে শিরক ও বেদায়াত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক, আমীন।
অসংখ্য হাদিস থেকে এই রাতের গুরুত্ব সম্পর্কে জানা যায়। এই রাতে মহান আল্লাহতায়ালা মুশরিক ও হিংসুক ছাড়া সকল ক্ষমাপ্রার্থনাকারীকে ক্ষমা করে দিবেন। এই রাত ব্যক্তিগত ইবাদতের রাত, এই রাতে নির্দিষ্ট পরিমাণ (৮,১২, ১৬,২০) রাকাতের কোনো নামায নাই। যে যতটুকু পারেন নফল ইবাদত করবেন, সিজদায় গিয়ে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের রাতই হাদিসে বর্ণিত মধ্য সাবানের রাত।
তবে এই রাতকে শবেবরাত কিংবা ভাগ্য নির্ধারণ রজনী মনে করা সুস্পষ্ট বেদায়াত। কারণ মায়ের পেটে থাকতেই আদম সন্তানের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এই রাতে মসজিদে জড়ো হয়ে জামায়াতে নফল নামাজ আদায় কিংবা এই রাতকে উপলক্ষ বানিয়ে বিশেষ কোন খাবার খাওয়া এগুলো বেদায়াত। আল্লাহ আমাদের সবাইকে শিরক ও বেদায়াত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক, আমীন।
Comments
Post a Comment