সৃতির মনিকোঠায় তোমরা চির অম্লান।

Image may contain: 6 people, people smiling, people standing

Image may contain: 4 people, people standing
২০০১ সালে তৎকালীন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের সহ শিবির নেতৃবৃন্দ নবনির্বাচিত আমীরে জামায়াত শহীদ মাওলানা নিজামী এবং বিদায়ী আমীরে জামায়াত অধ্যাঃ গোলাম আযম (রঃ) -কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন।
.
কিন্তু ছবিতে দেখুন! বিদায়ী আমীরে জামায়াত মরহুম অধ্যাপক গোলাম আযমের মুখে উজ্জল হাসি আর নবনির্বাচিত আমীরে জামায়াত শহীদ মাওঃ মতিউর রহমান নিজামীর মুখে কোন হাসি নেই।
.
বরং উনাকে দেখে মনে হচ্ছে তিনি অত্যন্ত চিন্তিত। প্রকৃতপক্ষে এটাই হল ইসলামী আন্দোলন। যেখানে দায়িত্ব পেলে মানুষ কাঁদে আর দায়িত্বমুক্ত হলে মানুষ হাসে। ইসলামী আন্দোলন হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা। ইসলামী আন্দোলনের মূখ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আখেরাতের সফলতা অর্জন করা।

Comments

Popular posts from this blog

দরূদ শরীফ পাঠের ফযীলত