Popular posts from this blog
ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় | Jhor Zodiac Othy | Islamic Song | Abdullah Al Kafi |
দরূদ শরীফ পাঠের ফযীলত
১. হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সঃ) বলেছেন, ''যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পড়ে, মহান আল্লাহ তায়ালা তার উপর ১০ বার রহমত নাজিল করেন।'' (সহীহ মুসলিম, হাদীস নং- ৪০৮) ২. রাসুল (সঃ) আরো বলেছেন, ''যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পড়ে, মহান আল্লাহ্ তায়ালা তার জন্য ১০টি নেকী লিখে দেন।'' অপর এক বর্ণনায় এসেছে, ''তার থেকে (মহান আল্লাহ্ তায়ালা) ১০টি গুনাহ মিটিয়ে দেন।'' অন্য আর এক বর্ণনায় এসেছে, ''তার থেকে (মহান আল্লাহ্ তায়ালা) ১০টি পাপ দূর করে দেন।'' (মুসনাদে আহমদ)
Comments
Post a Comment